সোমবার ০৬ মে ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বাংলাদেশি জাহাজ ছিনতাইয়ে জড়িত ৮ জলদস্যু গ্রেফতার

ডেস্ক রিপোর্ট ১৫ এপ্রিল ২০২৪ ১১:২৩ এ.এম

সংগ্রহীত এমভি আব্দুল্লাহ

এমভি আব্দুল্লাহ জাহাজে নাবিকদের জিম্মি করে মুক্তিপন আদায় করে সোমালিয়ান উপকূল থেকে তীরে ফেরার সময় ৮ জলদস্যুকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমালিয়ান জলদস্যুদের থেকে মুক্তি পাওয়ার পর দুবাই বন্দরের উদ্দেশ্যে জাহাজটি নিয়ে রওনা হয়েছে ২৩ নাবিক। 
 
১৯/২০ শে এপ্রিল সেই জাহাজটির দুবাই বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। দুবাই পৌঁছে সেই জিম্মি ২৩ নাবিক অন্য নাবিকদের সবকিছু বুঝিয়ে দিয়ে বিমানযোগে দেশে ফিরবেন বলে জানিয়েছেন জাহাজ কর্তৃপক্ষ।
 
গত রবিবার দুপুরে সোমালিয়া জলদস্যুদের কাছ থেকে জাহাজ উদ্ধারের বিষয়ে সংবাদ সম্মেলন করেন জাহাজ কর্তৃপক্ষ। সেখানে জাহাজ অপহরণ এবং গত ৩১ দিনের উদ্ধার কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন উপ ব্যবস্থাপনা পরিচালক শাহারিয়ার জাহান রাহাত। নাবিক এবং জাহাজ উদ্ধারে ডলার লেনদেন এবং জলদস্যুদের সাথে যোগাযোগ ও চুক্তি সহ সব কাজ করেছেন কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী মেহেরুল করিম। তবে তিনি মুক্তিপন হিসেবে কত ডলার দিয়েছেন সেই বিষয়ে কিছু জানাননি।
 
 সোমালিয়ার সংবাদ মাধ্যম গারই জানিয়েছে, বাংলাদেশী জাহাজ অপহরণে যুক্ত ৮ জলদস্যুকে আটক করেছে সোমালিয়ার পুলিশ। রবিবার জাহাজটিকে মুক্তি দিয়ে উপকূলে যাওয়ার পর উত্তর- পূর্বাঞ্চলের রাজ্য প্যান্টল্যান্ডের পুলিশ তাদের আটক  করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।