মঙ্গলবার ০৭ মে ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ট্রান্সজেন্ডার ইসুতে ক্ষমা চেয়েছে ওয়ালটন

ডেস্ক রিপোর্ট ১৬ এপ্রিল ২০২৪ ০৭:৪০ পি.এম

ওয়ালটন ওয়ালটন

ট্রন্সজেন্ডার কে প্রমোট করার অভিযোগের ব্যাপারে ক্ষমা চেয়েছে ওয়ালটন গ্রুপ আজ বিকেলে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিবৃতিতে মাধ্যমে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছে নাটকে স্পন্সর এর বিষয়ে তারা বলেছে, বিষয়টি তাদের নজরের বাইরে থেকে হয়েছে এর জন্য দায়ী বিজ্ঞাপন কোম্পানিগুলো কারণ ওয়ালটন সরাসরি কোনো নাটকে স্পন্সর করে না তারা বিজ্ঞাপনী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে থাকে

 

একই সাথে তারা ভবিষ্যতে এরকম ভুল না করার ব্যাপারে প্রতিজ্ঞা করেছে একইসাথে এই কাজের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিবৃতিতে আরো বলা হয়, জনগণের ধর্মীয় অথবা সামাজিক বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করতে ওয়ালটন দৃঢ়ভাবে প্রতিজ্ঞ সমাজ নিন্দিত কোনো মতবাদ প্রমোটের সাথে ওয়ালটন কখনোই জড়িত ছিলো না এবং ভবিষ্যতেও থাকবে না

 

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি রুপান্তর নামক একটি নাটকে ওয়ালটনের স্পনসর থাকার কারণে অনেক ক্রেতা এবং শুভাকাঙ্ক্ষী মনে আঘাত লাগে লেগেছে ওয়ালটন প্রকৃতপক্ষে ওই নাটক নির্মাণের সাথে জড়িত ছিলো না বিজ্ঞাপনী সংস্থাকে নির্দেশনা দেওয়া থাকলেও তারা তা যথাযথভাবে অনুসরণ করেনি ওয়ালটন কখনোই ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিশ্বাস করে না এরসাথে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়

 

ট্রান্সজেন্ডার কে প্রমোট করা একটি বাংলা নাটকের স্পনসর হিসেবে তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছেরুপান্তরনামট এই নাটকে পশ্চিমা নোংরা মতবাদ ট্রান্সজেন্ডার কে প্রমোট করা হয়েছে কিন্তু দেশিও কোম্পানি হওয়া সত্বেও কেন পশ্চিমা মতবাদ প্রমোটে ব্যস্ত ওয়ালটন, তা স্পষ্ট নয় সম্প্রতিক সময় বেশ কিছু বিদেশি কোম্পানির বিরুদ্ধে এসব মতবাদ প্রমোটের অভিযোগ পাওয়া গেলেও, এই প্রথম কোনো দেশিও কোম্পানির বিরুদ্ধে এমন অভিযোগ আসলো

 

এই নোংরা মতবাদ প্রমোটের জন্য সারাদেশের মানুষ ওয়ালটন এর বিরুদ্ধে ফুসে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ালটনকে বয়কটের আহ্বান জানিয়েছেন অসংখ্য নাগরিক তারা বলেছেন ওয়ালটনের পক্ষ থেকে তারা এধরনের এজেন্ডা বাস্তবায়ন কখনোই কাম্য নয় এই অভিযোগের জেরেই আজ ওয়ালটন এই বিবৃতিটি দিয়েছে