সোমবার ০৬ মে ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ট্রান্সজেন্ডার ইসুকে নাটকের মাধ্যমে প্রমোট করছে ওয়ালটন?

ডেস্ক রিপোর্ট ১৬ এপ্রিল ২০২৪ ০৫:১৩ পি.এম

রুপান্তর নাটকে ওয়ালটনের স্পনসর রুপান্তর নাটকে ওয়ালটনের স্পনসর

দেশিয় কোম্পানি হিসেবে ওয়ালটনের অনেক জনপ্রিয়তা টিভি, ফ্রিজ থেকে শুরু করে বেশিরভাগ ইলেকট্রনিক পন্য সারাদেশে অসংখ্য শো-রুমের মাধ্যমে বিক্রি করছে, এই প্রতিষ্ঠানটি দেশিও কোম্পানি হওয়ায় সাধারণ মানুষও তাদের দিকে যথেষ্ট আগ্রহ দেখিয়ে আসছে কিন্তু এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবার খুবই গুরুতর অভিযোগ এসেছে

 

ট্রান্সজেন্ডার কে প্রমোট করা একটি বাংলা নাটকের স্পনসর হিসেবে তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছেরুপান্তরনামট এই নাটকে পশ্চিমা নোংরা মতবাদ ট্রান্সজেন্ডার কে প্রমোট করা হয়েছে কিন্তু দেশিও কোম্পানি হওয়া সত্বেও কেন পশ্চিমা মতবাদ প্রমোটে ব্যস্ত ওয়ালটন, তা স্পষ্ট নয় সম্প্রতিক সময় বেশ কিছু বিদেশি কোম্পানির বিরুদ্ধে এসব মতবাদ প্রমোটের অভিযোগ পাওয়া গেলেও, এই প্রথম কোনো দেশিও কোম্পানির বিরুদ্ধে এমন অভিযোগ আসলো

 

বাংলাদেশে কিছু গোষ্ঠী হিজরা বা তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার  এর সাথে ট্রান্সজেন্ডারকে মিলানোর চেষ্টা করছেন কিন্তু বাস্তবে তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার হচ্ছে একটা প্রাকৃতিক বিষয়, এখানে কারো হাত থাকে না এবং ট্রান্সজেন্ডার হচ্ছে ইচ্ছেকৃত ভাবে সার্জারীর মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করা সুতরাং এই দুটো বিষয় কখনোই এক নয় ট্রান্সজেন্ডার ইসলামিক দৃষ্টিতে ক্ষমা অযোগ্য অপরাধ

 

এই নোংরা মতবাদ প্রমোটের জন্য সারাদেশের মানুষ ওয়ালটন এর বিরুদ্ধে ফুসে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ালটনকে বয়কটের আহ্বান জানিয়েছেন অসংখ্য নাগরিক তারা বলেছেন ওয়ালটনের পক্ষ থেকে তারা এধরনের এজেন্ডা বাস্তবায়ন কখনোই কাম্য নয়