রবিবার ১৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

বিসিএস পরীক্ষায় আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগে?

ডেস্ক রিপোর্ট ২৭ এপ্রিল ২০২৪ ১০:২১ এ.এম

বিসিএস বিসিএস

আমরা সবাই কম বেশি বিসিএস শব্দটির সাথে পরিচিতঅধিকাংশ শিক্ষার্থীরই লক্ষ্য এখন নিজেকে বিসিএস ক্যাডার হিসেবে প্রমান করাপ্রতিযোগিতা সময় এই যুগে বিসিএস সর্বোচ্চ চাকরি পরীক্ষাপ্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী নিজেকে এই চাকরি পরীক্ষা জন্য  প্রস্তুত করেকিন্তু  এখনেও অনেকে এটা নিয়ে ধোঁয়াশায় আছে

 

বাংলাদেশে দুই ধরনের সার্ভিস রয়েছেযেমন: সিভিল সার্ভিস মিলিটারি সার্ভিসসিভিল সার্ভিস হলো প্রশাসন, শিক্ষা, মৎস্য ইত্যাদি এবং মিলিটারি সার্ভিস যেমন মিলিটারি, বিমান, নৌবাহিনী ইত্যাদিBCS এর পূর্ণরুপ Bangladesh Civil Serviceবিধিমাল-২০১৪ এর ভিত্তিতে যে পরীক্ষা মাধ্যমে বাংলাদেশের নাগরিক সেবায় নিযুক্ত ব্যক্তিবর্গ নিয়োগ করা হয় তাকে বিসিএস পরীক্ষা বলে

 

বিসিএস জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

এইচএসসি পাসের পর চার বছরের অনার্স পাশ হলেই কোন শিক্ষার্থী বিসিএস পরীক্ষার জন্য যোগ্য বলে গন্যকরা হয় এর বেশি ডিগ্রীধারী হলে তো কোন কথাই নেই তবে কেউ যদি তিনবছর মেয়াদী  হয়ে থাকেন তাহলে তাকে মাস্টার্স করে আবেদনের যোগ্যতা অর্জন করতে হবে এবার আসা যাক রেজাল্ট কি হতে হবে তবে হ্যা  শিক্ষা জীবনে একের অধিক তৃতীয় শ্রেণী থাকলে আপনি যত বড় ডিগ্রীধারীই হোন না কেন, আপনি বিসিএস পরীক্ষায় আবেদনের অযোগ্য।