রবিবার ১৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

চেন্নাই সুপার কিংসে খেলাটা আমার সপ্ন ছিলো - মোস্তাফিজুর রহমান

ডেস্ক রিপোর্ট ২৬ এপ্রিল ২০২৪ ০৯:৪৯ পি.এম

মুস্তাফিজুর এবং মাহেন্দ্র সিং ধোনি মুস্তাফিজুর এবং মাহেন্দ্র সিং ধোনি

চেন্নাই কিংসের হয়ে মোস্তাফিজ দারুণ বলিং করছে, রয়েছে পার্পল ক্যাপের দৌড়েও মোস্তাফিজের বৈচিত্র্যময় বোলিংয়ে কখনো কখনো ব্যাটারদের কাছে ধরাও খেতে হয়েছে, হয়েছে ওয়াইড বা খেয়েছে / তবে ধোনি তাকে প্রতি বলেই বাহবা দেয় এবং পরামর্শ দেয় কিভাবে বল করা উচিত, সাহায্য করে ফিল্ড সেটআপেও মে শেষ মোস্তাফিজের এবারের আইপিএলের আসর যা নিয়ে আফসোস রয়েছ সবারইতাই সম্প্রতি চেন্নাই সুপার কিংস মুস্তাফিজের একটা সাক্ষাৎকার নিয়েছে যেখানে মোস্তাফিজ তুলে ধরেছেন তার ক্যারিয়ারের শুরুর গল্প, তার দলের সবাই কেমন সে বিষয় এবং  সিএসকেতে তার খেলার আগ্রহ নিয়ে জানালেন মাহেন্দ্র সিং ধোনির সাথে কি বিষয়ে কথা হয় সে বিষয়েও

 

দলের সবার সম্পর্কে মোস্তাফিজ বলেন,"জাতীয় দলে খেলছে যেমন সবাই বন্ধুত্বপূর্ণ এখানেও আসার পর আমরা আনইজি মনে হয়নি আমার মনে হয় এটা চেন্নাইয়ের খুব ভালো দিক মাহি ভাই কিছু ফিল্ডিং সেটআপ, ব্রাভো ডেথ ওভারের দিকে কিছু ফিল্ডিং সেটআপের কথা বলেছিল ছোট ছোট জিনিসগুলা খুব ভালো কাজে লেগেছে মাহি ভাইয়ের সাথে বোলিং নিয়েই কথা হয় আমার তো এমনিতে বাইরে কম কথা হয় মাঠেই কথা হয় টুকটাক যে কোনটা করলে কি হয় মাহি ভাই এসে আমারে বলে এটা করলে ভালো হতো

 

ধোনির সাথে খেলার ইচ্ছা থাকে যেমন অনেক ক্রিকেটারের তেমনি চ্যাম্পিয়ন দল চেন্নাইয়ের হয়ে খেলার স্বপ্নও মোস্তাফিজ সহ আরো অনেক ক্রিকেটারের এবারের আইপিএল আসরে নিলামের পর যখন মোস্তাফিজকে জানানো হয় সে চেন্নাইয়ের হয়ে খেলবে সেই রাতে সে ঘুমাতেই পারেনি তার স্বপ্ন পূরণ হওয়ার খুশিতে

 

মোস্তাফিজ বলেন,"চেন্নাইয়ে এটা আমার প্রথমবার ছোট থাকতে আমি যখন খেলা শুরু করেছি বিশেষ করে আইপিএলে প্রথমবার খেলেছি ২০১৬ সালে তারপর থেকে চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার স্বপ্ন ছিল আমি যখন কল পাই আমার ওই রাতে ঘুম আসছিল না পরের দিন আমার খেলা ছিল, আমি তখন নিউজিল্যান্ডে ছিলাম রাতে আমি এক ঘণ্টার মতো ঘুমিয়েছিলাম তারপর দেখি মেসেজ আসতেই আছে তখন আমাদের ওই খানে রাত একটা ছিল তখন নিলাম শুরু হয়েছিল দেখি যে খালি মেসেজ আসতেছে সবাই অভিনন্দন জানিয়ে বলছে যে তুই চেন্নাই দলে সুযোগ পেয়েছো"

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ইনজুরিতে থাকা তাসকিন কেন বিশ্বকাপের সহ অধিনায়ক

news image

অবশেষে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হলো

news image

মোস্তাফিজের দেশে চলে আসায় হতাশ চেন্নাই সুপার কিংস

news image

নারী বিদ্বেষ নয়, অনভিজ্ঞতা এবং অপরিপক্কতা জন্যই আম্পায়ার বাতিলের দাবি

news image

শাহরুখের হাসি শেষ পর্যন্ত থাকলো না

news image

চেন্নাই সুপার কিংসে খেলাটা আমার সপ্ন ছিলো - মোস্তাফিজুর রহমান

news image

কাটার আমার ন্যাচারাল, কেউ শেখায়নি - মোস্তাফিজ

news image

আইপিএল এর ইতিহাসে, ১ ম্যাচে সবচেয়ে খরুচে বোলার

news image

বীরেন্দ্র শেওয়াগের তৈরি করা সম্ভাব্য একাদশে জায়গা মেলেনি হার্দিক পান্ডিয়ার, এসেছে নতুন মুখ

news image

দেশের গন্ডি পেরিয়ে ইমরুল কায়েসের ব্যাট কোম্পানি এখন বিদেশেও জনপ্রিয়