মঙ্গলবার ০৭ মে ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

আইপিএল এর ইতিহাসে, ১ ম্যাচে সবচেয়ে খরুচে বোলার

ডেস্ক রিপোর্ট ২৬ এপ্রিল ২০২৪ ০৫:৩৯ পি.এম

মোহিত শার্মা মোহিত শর্মা

আইপিএল ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ড করল মোহিত শর্মা।  বুধবার দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে ওভারে ৭৩ রান দিলো শর্মা, উইকেট পাননি একটিও ওভারের মধ্যে শেষ ওভারেই দেন ৩১ রান এই ডানহাতি পেসারযা আইপিএলে এক ম্যাচে সর্বোচ্চ খরচে বোলিংয়ের রেকর্ড

 

ডেথ ওভার বিশেষজ্ঞ বলা হয়ে তাকেকিন্তু বুধবার আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন তিনিএক ম্যাচে সবচেয়ে বেশি রান দিয়ে ফেললেন মোহিতদিল্লির এমন ঝড়ের ম্যাচে স্বাভাবিক ভাবেই খরচে ছিলেন গুজরাটের বোলাররাতবে সবকিছুকেই ছাপিয়ে গেলেন মোহিত শর্মা ওভারে দিলেন কোনো উইকেট ছাড়াই ৭৩ রান, যা আইপিএলের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ খরচে বোলিংয়ের রেকর্ড

 

 আগের রেকর্ডটি ছিলো হায়দরাবাদের বাসিল থাম্পির দখলেআইপিএলের ২০১৮ আসরে ব্যাঙ্গালুরুর বিপক্ষে তিনি ওভারে দিয়েছিলেন কোনো উইকেট ছাড়াই ৭০ রানএছাড়া তাদের পরবর্তীতে রয়েছেন যশ দয়াল রিচ টপলি ওভারে কোনো উইকেট ছাড়াই ৬৯ ৬৮ রান দিয়েদিল্লির বিরুদ্ধে শুরু থেকেই রান দিচ্ছিলেন মোহিতকিন্তু তারপরও অধিনায়ক শুভমান গিল তার উপরেই ভরসা করে ওভারই করিয়েছিলেনফলশ্রুতিতে গড়লেন লজ্জার রেকর্ড

 

ডেথ ওভারে বলের গতিতে হেরফের করেন মোহিত, এমনকি ইয়োর্কার বলও করেন কয়েকটি, ফলে তার বল খেলতে সমস্যা হয় ব্যাটারদেরকিন্তু এই ম্যাচে নিজের জায়গায় বল ফেলতে পারছিল না মোহিত, তার স্লো বা কাটার সব ধরনের বলই ধরে ফেলছিলেন ব্যাটাররাযার কারনেই দিতে হয় তাকে এতো গুলো রান

এই সম্পর্কিত আরও খবর