রবিবার ১৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

উপজেলা নির্বাচনে অংশ নেয়ার কারনে দলের ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি।

ডেস্ক রিপোর্ট ২৭ এপ্রিল ২০২৪ ১০:২৯ এ.এম

রুহুল কবির রিজভী এবং আমির খসরু মাহমুদ রুহুল কবির রিজভী এবং আমির খসরু মাহমুদ

দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় দলের ৭৩ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি নেতারা বলেছেন দলের সিদ্ধান্তের বাইরে যে যাবে তার বিরুদ্ধেই নেয়া হবে ব্যবস্থা

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আগামী মে ২০২৪, প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসমস্ত নেতৃবৃন্দ যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ মহিলা) পদে প্রতিযোগিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে"

 

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কার আদেশে রয়েছেন চট্টগ্রামের জন, রাজশাহীর ১০ জন, ময়মনসিংহের ১৬ জনসিলেটের জনবরিশালের জন এছাড়াও ঢাকা বিভাগের জন,কুমিল্লার জন, খুলনার জন, রংপুরের ১১ জন ফরিদপুরের জন বহিষ্কৃতদের এই সব নেতাদের মধ্যে ২৮ জন উপজেলা চেয়ারম্যান পদে,২৪ জন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ২১ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে

 

বিএনপি দলের নেতারা বলছেন, যেখানে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ এবং জনগনের অংশগ্রহণ প্রার্থীতার কোনো সুযোগ নেই সেখানে এমন নির্বাচন নিয়ে ভাবছি না আমরা

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখানে নির্বাচনে এখন কোনো গনতান্ত্রিক প্রক্রিয়া নেই, নেই সাধারন মানুষের অধিকার তিনি আরো বলেন, নির্বাচনে জড়িত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোও স্বাধীন ভাবে কাজ করতে পারছে না জানুয়ারি নির্বাচনের পর দেশের নির্বাচনী ব্যবস্থার আরো অবনতি হয়েছে