সোমবার ০৬ মে ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

রাগের মাথায় তালাক দিলে কি, তালাক হবে?

ডেস্ক রিপোর্ট ১৭ এপ্রিল ২০২৪ ০২:০০ পি.এম

শায়েখ আহমাদুল্লাহ শায়েখ আহমাদুল্লাহ

বিয়ে একটি পবিত্র সম্পর্ককিন্তু বর্তমান সমাজে বিবাহ বিচ্ছেদ একটি  নিত্য নৈমিত্তিক ঘটনাপ্রতিযোগিতাশীল বিশ্বে বিবাহ বিচ্ছেদ যেন একটা প্রতিযোগিতাযুগের ছোঁয়ায় মানুষ কোথাও যেন শান্তি খুজে পাচ্ছে নাঅস্থিরতা মানুষের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পরেছেছোটো খাটো বিষয় নিয়েও এখন ঘটছে বিবাহ বিচ্ছেদের মতো বিশাল ঘটনাকারো কারো ক্ষেত্রে মানসিক অস্থিরতা পৌছে দিচ্ছে আত্মহত্যার মতো জঘন্য পাপের দিকে

বিবাহ বিচ্ছেদের  ঘটনা এখন সমাজে ব্যাধির মতো ছড়িয়ে পরেছেএখন থেকে মানুষ বের হলে চাইলেও ইগো বা রাগের কারনে পারছেনা  অনেকেতালাকা বা বিবাহ বিচ্ছেদের বিষয় ইসলাম কঠোর হুশিয়ারি দিয়েছেবিবাহ একটি পবিত্র হালাল সম্পর্কএটা কোন খেলনার বিষয় নাঅস্থির এই বিশ্বে প্রতিদিন হাজারো তালাক বা বিচ্ছেদের ঘটনা ঘটছেকেউ যদি রাগের মাথায়ও তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে তা তালাক বলেই গণ্য হবেকারন রাগ করে য়দি কোন মানুষ  কোন প্রানীকে জবেহ করে তা কিন্তু পরবর্তী সময়ে রাগ কমার পর শত আফসোস করে জীবিত করা যাবে নাতাই রাগের মাথা য়দি কোন স্বামী তার স্ত্রীকে তালাক বলেই গন্য হবে